Thursday 24 August 2017

রিয়াল মাদ্রিদ সহজে, বার্সেলোনার কাজটা কঠিন !

এক নজরে চ্যাম্পিয়নস লিগের ড্র। ছবি: টুইটারবরুসিয়া ডর্টমুন্ড নির্ঘাত নিজেদের ভাগ্য নিয়ে চিন্তিত। আবারও চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের গ্রুপে পড়েছে জার্মান ক্লাবটি। এইচ গ্রুপে এ দুই দলের সঙ্গী ইংল্যান্ডের টটেনহাম। হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখতে থাকা রিয়ালের কাজটা গ্রুপ পর্বেই কঠিন হয়ে গেল। এবারের তথাকথিত ‘মৃত্যুকূপ’ যে ধরা হচ্ছে গ্রুপ এইচকেই!
বার্সেলোনার কাজটাও কঠিন। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস যে তাঁদের গ্রুপ সঙ্গী। গ্রুপ ডিতে এ দুই দলের সঙ্গী অলিম্পিয়াকস ও স্পোর্টিং সিপি।
এক নজরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র
গ্রুপ এ
বেনফিকা, ম্যানচেস্টার ইউনাইটেড, বাসেল, সিএসকেএ মস্কো
গ্রুপ বি
বায়ার্ন মিউনিখ, পিএসজি, আন্ডারলেখট, সেল্টিক
গ্রুপ সি
চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদ, রোমা, কারাবাগ
গ্রুপ ডি
জুভেন্টাস, বার্সেলোনা, অলিম্পিয়াকস, স্পোর্টিং সিপি
গ্রুপ ই
স্পার্তাক মস্কো, সেভিয়া, লিভারপুল, মারিবর
গ্রুপ এফ
শাখতার দোনেৎস্ক, ম্যানচেস্টার সিটি, নাপোলি, ফেইনুর্দ
গ্রুপ জি
মোনাকো, এফসি পোর্তো, বেসিকতাস, আরবি লিপজিগ
গ্রুপ এইচ
রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, টটেনহাম, অ্যাপোয়েল।

No comments:

Post a Comment

please dont any bad comments. its always helpful site,