
অবশ্য ক্লাব থেকে প্রাপ্ত বেতনের হিসাবে মেসিই এগিয়ে। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, রোনালদোর আয় সপ্তাহে ৩ কোটি ৮২ লাখ টাকা। আর নতুন চুক্তিতে লিওনেল মেসির সাপ্তাহিক বেতন হবে ৫ লাখ পাউন্ড! বাংলাদেশি টাকায় ৫ কোটি ২৩ লাখের বেশি! সঙ্গে বোনাস তো আছেই। তো এই বিপুল অঙ্কের অর্থ নিয়ে কী করেন তারকারা? বিজনেস ইনসাইডার চেষ্টা করেছে সমর্থকদের সে কৌতূহল মেটানোর।
No comments:
Post a Comment
please dont any bad comments. its always helpful site,