Thursday, 20 July 2017

মেসির সাপ্তাহিক বেতন হবে বাংলাদেশি টাকায় ৫ কোটি ২৩ লাখের বেশি !

    ফ্লয়েড মেওয়েদার আবার ফিরে এসেছেন বক্সিংয়ে। ফলে আগামী বছর বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড় কে হবেন, সেটা নিয়ে প্রশ্ন জাগছে। গত দুই বছর এই বক্সারের অনুপস্থিতিতে সে রাজত্ব বুঝে নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী, গত এক বছরে ৯৩ মিলিয়ন ডলার আয় করেছেন রোনালদো। আর তিনে থাকা মেসির আয় ৮০ মিলিয়ন। 
অবশ্য ক্লাব থেকে প্রাপ্ত বেতনের হিসাবে মেসিই এগিয়ে। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, রোনালদোর আয় সপ্তাহে ৩ কোটি ৮২ লাখ টাকা। আর নতুন চুক্তিতে লিওনেল মেসির সাপ্তাহিক বেতন হবে  ৫ লাখ পাউন্ড! বাংলাদেশি টাকায় ৫ কোটি ২৩ লাখের বেশি! সঙ্গে বোনাস তো আছেই। তো এই বিপুল অঙ্কের অর্থ নিয়ে কী করেন তারকারা? বিজনেস ইনসাইডার চেষ্টা করেছে সমর্থকদের সে কৌতূহল মেটানোর।

No comments:

Post a Comment

please dont any bad comments. its always helpful site,