Saturday 26 August 2017

মাহমুদউল্লাহর ঝলক ক্যারিবীয় প্রিমিয়ার লিগের মাঠে।

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে মাঠে নেমেই জয়ের স্বাদ পেলেন মাহমুদউল্লাহ। তাঁর দল জ্যামাইকা তালাওয়াস আজ ৬ উইকেটে হারিয়েছে সেন্ট লুসিয়া স্টারসকে। ১৭৩ রানের লক্ষ্য এক ওভার ও ৬ উইকেট বাকি থাকতেই পেরিয়ে গেছে তালাওয়াস। মাহমুদউল্লাহ জয়ের মুহূর্তে উইকেটে ছিলেন ১ রানে অপরাজিত থেকে। চার মেরে দলকে জেতানো তালাওয়াস অধিনায়ক কুমার সাঙ্গাকারা অপরাজিত ছিলেন ৭৪ রানে।
টেস্ট দলে জায়গা না পাওয়া মাহমুদউল্লাহ দুদিন আগে উড়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজে। আজ প্রথম খেলতে নেমেছিলেন। যদিও বল বা ব্যাট হাতে ভূমিকা রাখার সুযোগ পাননি। সাঙ্গাকারার দিনে বাকি সবাই যে আড়ালেই থাকে। তালাওয়াসের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন অ্যান্ডি ম্যাকার্থি। এ ছাড়া ২১ রান ছিল গ্লেন ফিলিপস।
এর আগে শেন ওয়াটসনের ৪৫ বলে ৮০ রানের এক বিধ্বংসী ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রানে তোলে সেন্ট লুসিয়া। ওয়াটসনের ইনিংসে ছিল ৩টি চার ও ৭টি ছয়ের মার। জ্যামাইকার গ্যারি মাথুরিন নেন ২ উইকেট। জ্যামাইকার হয়ে বল হাতে নেননি মাহমুদউল্লাহ।
সেন্ট লুসিয়ার ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ রানে প্রথম উইকেট হারায় জ্যামাইকা। দলীয় ৬৯ রানের মাথায় ফেরেন গ্লেন ফিলিপস। এরপর সাঙ্গাকারা ও ম্যাকার্থির ৭১ রানের জুটি জ্যামাইকাকে নিয়ে যায় জয়ের দিকে। ম্যাকার্থি ফেরার পর রোভমান পাওয়লের সঙ্গে আরও ৩১ রান যোগ করেন লঙ্কান তারকা। শেষ দিকে পাওয়েল ফিরলে মাহমুদউল্লাহ মাঠে নেমে সাঙ্গাকারার সঙ্গে ৫ রানের ছোট্ট একটি জুটি গড়েন। সূত্র: সনি সিক্স।

Friday 25 August 2017

মেসি আর বার্সেলোনার আলাদা পথ বেছে নিতে হবে?

কিংবদন্তিদের নাকি তৈরি করা যায় না, তাঁরা জন্ম নেন। যেখানেই খেলবেন, নিজের ইতিহাস লিখে নেবেন নিজেই। একজন সত্যিকার কিংবদন্তি নিজেকে চ্যালেঞ্জ করেন। নতুন জায়গায় নিজেকে প্রমাণ করেন, এভাবেই রচিত হয় তাঁর গল্প ও ইতিহাস। লিওনেল মেসিকে হয়তো সেটাই মনে করিয়ে দিতে চাইছেন মিনো রাইওলা। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বার্সা ছাড়ার পরামর্শ দিয়েছেন এই সুপার এজেন্ট। 
এখনো চুক্তি নবায়ন করেননি বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। গোল ও মার্কার সূত্রমতে, নয়া চুক্তিতে সম্মত হলেও সই করেননি মেসি। মেসির মুখের কথাকেই বার্সা যথেষ্ট শ্রদ্ধা করে। কিন্তু ওদিকে নেইমার কাগজে-কলমে সই করেও তো চলে গেল। 
ফলে মেসির এখনো চুক্তিপত্রে সই না করাটা বার্সা-সমর্থকদের জন্য চিন্তার কারণ। বাজারেও গুজব, সাবেক গুরু পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে নেওয়ার চেষ্টা করছেন মেসিকে। এ জন্যই ৩১ আগস্টের আগে রুদ্ধশ্বাস দিন কাটাতে হচ্ছে কাতালান ক্লাবটিকে। 
রাইওলা অবশ্য মেসির এজেন্ট নন। কিন্তু ইতালিয়ান বংশোদ্ভূত এই ডাচ এজেন্টের খেলোয়াড় তালিকায় আছেন পল পগবা, হেনরিক মিখতারিয়ান, রোমেলু লুকাকু, মার্কো ভেরাত্তি ও জ্লাতান ইব্রাহিমোভিচের মতো তারকারা। তাঁর মতে, মেসি আর বার্সেলোনার আলাদা পথ বেছে নিতে হবে, ‘মেসির মতো একজন খেলোয়াড়ের নতুন ক্লাবের ভিন্ন অভিজ্ঞতা নেওয়া উচিত। এতেই প্রমাণ হবে সে আসলে কত বড় খেলোয়াড়। আর বার্সেলোনারও নিজেকে নতুন করে আবিষ্কার করতে হবে।’ 
নেইমারের দলবদল নিয়েও মন্তব্য করেছেন এই এজেন্ট। দলবদলে কাতার যে নিজের পেট্রো ডলারের ঝলকানি দেখিয়েছে, সেই ইঙ্গিত দিয়ে রাইওলা বলেছেন, ‘এই অবস্থায়, দলবদলের বাজারের কোনো অস্তিত্ব নেই। এখন কেনাবেচা করছে দেশগুলো, এটা আর ফুটবল নয়।’
এ জন্যই মেসির দলবদল হয়ে গেলে অবাক হবেন না বলে মন্তব্য তাঁর, ‌‘২০০ মিলিয়নের দলবদল এখন স্বাভাবিক ঘটনা। এতে আর অবাক হওয়ার কিছু নেই।’ সূত্র: গোল ও মার্কা।

স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের বিদায়. !

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ যেন জড়ো হয়েছিল পৃথিবীর সব রোমাঞ্চ। যার শেষ হয়েছে বাংলাদেশের বিদায়ে। স্বাগতিক নেপালের বিপক্ষে ৪-২ গোলে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথমে তিন গোল হজম করে দুই গোল পরিশোধ করে ম্যাচটা উপভোগ্য করে তুলেছিল অনূর্ধ্ব-১৫ দলের কিশোরেরা। কিন্তু শেষ রক্ষা হয়নি।
এ হার প্রাপ্য ছিল না বাংলাদেশের। নেপালের হাতে জয়টা তুলে দিয়েছে বাংলাদেশই। তিন গোল হজমের একটি আত্মঘাতী ও দুটি হয়েছে রক্ষণভাগ ও গোলরক্ষকের মধ্যে তালগোল পাকিয়ে।
৫ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাম প্রান্তšথেকে ক্রসে ডিফেন্ডার ও গোলরক্ষক তালগোল পাকালে জটলার মধ্যে থেকে টোকা দিয়ে গোল করে আকাশ বুধা মাগার। বাংলাদেশের জালে দ্বিতীয় গোলটিও করেছে মাগার। তার পায়ে বল তুলে দিয়েছে বাংলাদেশের গোলরক্ষক ও এক ডিফেন্ডার। ৬৫ মিনিটে তৃতীয় গোলটি আত্মঘাতী। ডান প্রান্তšথেকে আসা ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন নাজমুল বিশ্বাস।
এরপরেই ম্যাচে ফেরে বাংলাদেশ। মূলত ফয়সাল আহমেদ ফাহিমের ম্যাজিক শুরু। দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করা বাংলাদেশের উইঙ্গার। ৭৩ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্তšগোল করে ফাহিম। এরপরের মিনিটেই বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোল করে সে। বাংলাদেশ যখন গোল শোধ করতে মরিয়া, উল্টো শেষ মিনিটে গোল হজম।
স্কোরবোর্ড বলছে বাংলাদেশ ২-৪ নেপাল। এটাও বলছে, সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। কিন্তু এটা বলছে না, লড়াই করেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সূত্র: গোল নেপাল ডট কম

পাকিস্তানে তে যাওয়া নিয়ে কি বললেন ঃ তামিম ? শুনলে অবাক হবেন !

পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। প্রতীক্ষিত এই টেস্ট সিরিজের আগে তামিম ইকবালকে আজ সংবাদ সম্মেলনে বলতে হলো পাকিস্তানে হতে যাওয়া তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ নিয়েও।
খবরটা কালই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এই সিরিজে থাকছেন বাংলাদেশের তামিমও।
পাকিস্তানে আবারও ক্রিকেট ফেরানোর উদ্যোগে অংশ হতে পেরে তামিম বেশ খুশি, ‘প্রথমত এটা আইসিসি অনুমোদিত একটি টুর্নামেন্ট। ম্যাচগুলোর আন্তর্জাতিক মর্যাদা থাকবে। বিশ্ব একাদশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমার মনে হয়, ক্রিকেট খেলুড়ে ১০টা দেশ একটা পরিবারের মতো। পাকিস্তানে (আন্তর্জাতিক) ক্রিকেট ফেরাতে কাউকে না কাউকে তো সহায়তা করতেই হবে। আমার মনে হয়, ওরা একটা চমৎকার কাজ করছে এমন একটা সিরিজ আয়োজন করে।’
তামিম মনে করেন, সিরিজটা সফলভাবে আয়োজন করতে পারলে পাকিস্তানে নিয়মিত দেখা যাবে আন্তর্জাতিক ম্যাচ, ‘এটা যদি সফলভাবে আয়োজন করতে পারে, সামনে দেখবেন অনেক আন্তর্জাতিক দল পাকিস্তান যাচ্ছে। একটা না একটা সময়ে এটা শুরু হওয়ার দরকার ছিল। আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি, চমৎকার একটা ব্যাপার। এটা আরও আগে হলে হয়তো আরও ভালো হতো।’
বিশ্ব একাদশের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকা থেকে পাঁচ, অস্ট্রেলিয়া থেকে তিন, ওয়েস্ট ইন্ডিজ থেকে দুই এবং বাংলাদেশ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা থেকে আছেন একজন করে খেলোয়াড়। এই দলের খেলোয়াড়দের রাষ্ট্রপ্রধানদের জন্য বরাদ্দ নিরাপত্তা দেওয়া হবে বলে নিশ্চিত করেছে পাকিস্তান। ফলে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই তামিমের মনেও।
গত আট বছর ধরে আয়োজক হিসেবে পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট থেকে একরকম নির্বাসিত। মাঝে সংক্ষিপ্ত সফরে যদিও জিম্বাবুয়ে ও আফগানিস্তান গিয়েছিল। ২০০৯ লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটিতে ক্রিকেট খেলতে রাজি হয় না কোনো দলই। দেশটির সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ এখন বিরল এক ঘটনা। অনেকে ভুলে যেতে বসেছে মাঠে গিয়ে খেলা দেখার আনন্দ কেমন।
যদিও দেশটির রাজনৈতিক পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, নিকট ভবিষ্যতেও স্বাভাবিক হবে তার নিশ্চয়তা নেই

কে এই গুরমিত রাম ? জার জন্য ৬০ হাজার পুলিশ ?

ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের বিরুদ্ধে দায়ের করা একটি ধর্ষণ মামলার রায় শুক্রবার দুপুরে ঘোষণা করবে হরিয়ানা রাজ্যের পাঁচকুলা শহরের একটি আদালত। এ রায় উপলক্ষে শহরটির কাছাকাছি গুরমিত রামের প্রায় ৪০ হাজার সমর্থক জড়ো হয়েছেন। এছাড়া গত কয়েকদিন ধরে ওই শহরে দেড় লাখেরও বেশী ভক্ত-সমর্থক পৌঁছেছেন।
পনেরো বছর আগে নিজের আশ্রমে দু'জন নারী ভক্তকে ধর্ষণ করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। রায়কে কেন্দ্র করে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রায় এ ধর্মগুরুর বিরুদ্ধে গেলে তার লাখ লাখ ভক্ত সহিংসতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। এর আগেও গুরমিত রামের ভক্তরা হাঙ্গামা বাধিয়েছিল বলে অভিযোগ আছে।রাজ্য দু'টিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ৫৭ হাজার পুলিশ, যাদের মধ্যে রাজ্যের সশস্ত্র পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীও রয়েছে। সঙ্গে তৎপর থাকবে সেনাবাহিনী। দুই রাজ্যের মধ্যে দিয়ে চলাচলকারী ট্রেনের ২০০ এর বেশী শিডিউল পরবর্তী তিনদিনের জন্য বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজসহ সব প্রতিষ্ঠান। আগামী ৭২ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট সংযোগও স্থগিত রাখা হয়েছে। গুরমিত রামের রায় কেন্দ্র করে ৫৭ হাজার পুলিশ মোতায়েন
এছাড়া রায় উপলক্ষে পাঁচকুলা ও চন্ডীগড়ের স্টেডিয়াম ও স্কুলগুলোকে নিজেদের আয়ত্বে নিয়েছে প্রশাসন। গুরমিত রামের ভক্তরা সহিংসতা সৃষ্টি করলে তাদের গ্রেফতারের পর রাখার জন্য এগুলোকে অস্থায়ী কারাগার হিসেবে ব্যবহার করা হবে। রায় শোনার জন্য শহরের রাস্তা ও পার্কগুলোতে অপেক্ষায় আছেন তার ভক্তরা। অনেকের হাতে রয়েছে মোটা বাঁশের লাঠি ও হকিস্টিক। আদালত গুরমিত রামকে দোষী সাব্যস্ত করলে তারাও যে ছেড়ে কথা বলবেন না, সেটা তাদের মারমুখী অবস্থান থেকেই বোঝা যাচ্ছে।প্রথমে গুরমিত রাম রহিমের ভক্তদের জমায়েত ঠেকাতে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার রাত থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রতিটি গলিতে শুরু হয় তল্লাশি। বন্ধ করে দেওয়া হয় চণ্ডীগড়-পাঁচকুলা পৌঁছানোর সব রাস্তা। পুলিশ কর্মকর্তারা মাইক হাতে রাতভর রাস্তায় রাস্তায় ঘুরে জমায়েত হওয়া ভক্তদের ফিরে যাওয়ার নির্দেশ দিতে থাকেন।
এরপর গভীর রাতে ইন্টারনেটে গুরমিত রামের একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়। বার্তায় তিনি শান্তি বজায় রাখার ও ভক্তদের ফিরে যাওয়ার নির্দেশ দেন। তবে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় বেশিরভাগ ভক্তের কাছে সে বার্তা পৌঁছায়নি বলে মনে করছে প্রশাসন। সকালে নিজস্ব কম্যান্ডো বাহিনী ও ২০-২৫টি গাড়ির বহর নিয়ে নিজের আশ্রম থেকে রওনা হন গুরমিত রাম।ধর্মগুরু হিসেবে বাবা গুরমিত রাম রহিম খুবই রহস্যময় ও বৈচিত্র্যময় চরিত্রের অধিকারী। একাধারে তিনি ধর্মপ্রচারক, সমাজ সংস্কারক, গায়ক, সিনেমার নায়ক ও পরিচালক। হরিয়ানার সিরসায় তার সাচ্চা সৌদা আশ্রম প্রাঙ্গণে নিয়মিত পপ কনসার্টের আয়োজন করা হয়। সেখানে গুরমিত রাম রহিম সিং নিজেই গান করেন।
শিখ, হিন্দু, মুসলিম- সব ধর্মের মিশেলে এক অভিনব ধর্মীয় আদর্শের প্রচারক তিনি। সূত্র: বিসিসি

ঈদের তিন ছবি চূড়ান্ত ..

আনন্দ প্রতিদিন প্রতিবেদক
ঈদের আনন্দ বাড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবার মুক্তি পাচ্ছে একাধিক চলচ্চিত্র। ক'দিন আগেও ৭-৮টি ছবি মুক্তি পাবে বলে শোনা গেলেও শেষ পর্যন্ত তিনটি ছবির মুক্তি চূড়ান্ত হয়েছে। সে তালিকায় আছে শাহাদৎ হোসেন লিটন পরিচালিত 'অহংকার', আবদুল মান্নানের 'রংবাজ' ও জাহাঙ্গীর আলম সুমনের 'সোনাবন্ধু'। গত বছরের মতো এবারও একসঙ্গে মুক্তি পাচ্ছে শাকিব-বুবলী জুটির দুই চলচ্চিত্র। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত বুবলী। তিনি বলেন, গত বছর 'বসগিরি' ও 'শুটার' চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালি পর্দায় আমার অভিষেক। শুনলাম, এবার ঈদেও আমার দুটি ছবি মুক্তি পাবে। এর থেকে বড় আনন্দ আর কী হতে পারে। আমার বিশ্বাস, এবারের ছবি দুটিও দর্শকদের হৃদয় জয় করবে। 

অন্যদিকে, 'সোনাবন্ধু' চলচ্চিত্রের প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন পপি, পরীমনি ও ডিএ তায়েব। এর মধ্য দিয়ে অনেক দিন পর মুক্তি পাচ্ছে পপি অভিনীত নতুন ছবি। ইতিমধ্যে তিন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ঈদে মুক্তি দেওয়ার সব প্রস্তুতি শেষ করেছে বলে জানায়। ছবির নির্মাতা জাহাঙ্গীর আলম সুমন বলেন, 'এবার ঈদে এ ছবিটি মুক্তি পাবে। আমরা এরই মধ্যে মুক্তির সব প্রস্তুতি শেষ করেছি। গ্রামীণ পটভূমি কেন্দ্র করে এ ছবির গল্প এগিয়ে গেছে। আমরা আশাবাদী, গল্পটি সবার ভালো লাগবে। এরই মধ্যে প্রায় ৮০টির মতো সিনেমা হল বুকিং দিয়েছি। হলসংখ্যা সামনে আরও বাড়বে।' 


'অহংকার' ছবির পরিচালক শাহাদৎ হোসেন লিটন জানান, ঈদে একশ'র বেশি সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়া হবে।

তিনি বলেন, "দেশে হলের সংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে। তার পরও আমরা চেষ্টা করছি একশ'র বেশি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে। 'অহংকার' ভালো গল্পের ছবি। আর ভালো ছবি হলে দর্শক অবশ্যই প্রেক্ষাগৃহে যাবেন। আমার বিশ্বাস, ঈদে ছবিটি সুপারহিট ব্যবসা করবে।"
এদিকে, 'রংবাজ' চলচ্চিত্রটি শুরু থেকেই নানা কারণে আলোচনার জন্ম দিয়েছে। এর কাজ শুরু করেন নির্মাতা শামীম আহমেদ রনি। পরিচালক সমিতির সিদ্ধান্ত অমান্য করার অপরাধে সমিতির পক্ষ থেকে রনিকে নিষিদ্ধ করা হয়। মাস কয়েক আটকে থাকার পর প্রযোজনা প্রতিষ্ঠানের আবেদনে ছবির বাকি কাজ শেষ করেন আবদুল মান্নান। তিনি জানান, ঈদে 'রংবাজ' প্রায় ১৫০টির মতো সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। ইতিমধ্যে তারা ১২০টির মতো হল চূড়ান্ত করেছেন।