নীলাচল
নীলাচল পাহাড়ি এলাকাটি অনেকেই স্বর্গভূমি বলে থাকেন।নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহর একনজরে দেখা যায়।
মেঘমুক্ত আকাশে কক্সবাজারর সমুদ্রসৈকতের অপুর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরা উপভোগ করতে পারেন।
বিশেষকরে নীলাচলে সুর্যাস্তের দৃশ্য আমাদের মনে স্বর্গীয় অনুভূতি আনে এবং এর নির্মল বাতাসে যেকোন পুরানো রোগনিরা ময়েসহায়ক বলে কথিতআছে।
পযটকদের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে কটেজও রেস্টুরেন্ট নির্মাণসহ নীলাচলকে আধুনিক সাজসজ্জিত করা হচ্ছে।
অবস্থান : শহর থেকে ৫ কি. মি. দূরে টাইগার পাড়া এলাকায় অবস্থিত।
উচ্তা : সমুদ্রপৃষ্ঠা হতে ২০০০ ফুট
যাতায়াত : চান্দেরগাড়ি, প্রাইভেটকার, বেবিটেক্সি।
ভাড়া : চান্দের গাড়ি যাওয়া-আসা-800/- টাকা।
সুবিধাদি : জেলাপ্রশাসনের তত্ত্ববধানে পরিচালিত দুইকক্ষবিশিষ্ট একটি রেস্ট হাউজ আছে।
এখান থেকে পাহাড়ের অপরুপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়।
বিশেষআকাষণ : বিকেলের সুর্যাস্ত।
যোগাযোগ : ভারাপ্রাপ্ত কর্মকর্তা, নীলাচল/এনডিসি, বান্দরবান।
0361-62506, 01714230354,
প্রবেশমূল্য : জনপ্রতি ২৫ টাকা।
মেঘমুক্ত আকাশে কক্সবাজারর সমুদ্রসৈকতের অপুর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরা উপভোগ করতে পারেন।
বিশেষকরে নীলাচলে সুর্যাস্তের দৃশ্য আমাদের মনে স্বর্গীয় অনুভূতি আনে এবং এর নির্মল বাতাসে যেকোন পুরানো রোগনিরা ময়েসহায়ক বলে কথিতআছে।
পযটকদের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে কটেজও রেস্টুরেন্ট নির্মাণসহ নীলাচলকে আধুনিক সাজসজ্জিত করা হচ্ছে।
অবস্থান : শহর থেকে ৫ কি. মি. দূরে টাইগার পাড়া এলাকায় অবস্থিত।
উচ্তা : সমুদ্রপৃষ্ঠা হতে ২০০০ ফুট
যাতায়াত : চান্দেরগাড়ি, প্রাইভেটকার, বেবিটেক্সি।
ভাড়া : চান্দের গাড়ি যাওয়া-আসা-800/- টাকা।
সুবিধাদি : জেলাপ্রশাসনের তত্ত্ববধানে পরিচালিত দুইকক্ষবিশিষ্ট একটি রেস্ট হাউজ আছে।
এখান থেকে পাহাড়ের অপরুপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়।
বিশেষআকাষণ : বিকেলের সুর্যাস্ত।
যোগাযোগ : ভারাপ্রাপ্ত কর্মকর্তা, নীলাচল/এনডিসি, বান্দরবান।
0361-62506, 01714230354,
প্রবেশমূল্য : জনপ্রতি ২৫ টাকা।
কিভাবে যাওয়া যায়:
শহর থেকে চান্দের গাড়ি বেবি টেক্সি, জীপ, কার যোগে যাওয়া যায়।
অবস্থান:
শহর থেকে 5 কি. মি. দূরে টাইগার পাড়া এলাকায় অবস্থিত।
No comments:
Post a Comment
please dont any bad comments. its always helpful site,