Friday 21 July 2017

রোনালদো দলে ফিরবে কবে?

bdnews24ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়তে চান- এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কোচ জিনেদিন জিদান। জানিয়েছেন, তারকা এই খেলোয়াড় সান্তিয়াগো বের্নাবেউয়েই থাকছেন এবং এটাই শেষ কথা।

গত মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রোনালদোর। তবে জুনে এই ফরোয়ার্ডের বিরুদ্ধে স্পেনের কৌঁসুলিরা এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আনলে গুঞ্জন ওঠে, সান্তিয়াগো বের্নাবেউ ছাড়তে চান চারবারের বর্ষসেরা এই ফুটবলার।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে রিয়াল। তবে প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টে খেলবেন না রোনালদো। জাতীয় দলের হয়ে কনফেডারেশন্স কাপে খেলা ৩২ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড বিশ্রামে আছেন।
রোনালদো দলে ফিরবে কবে? এ প্রশ্নের জবাবে ইএসপিএনকে জিদান বলেন, "সে ছুটিতে। বিশ্রাম নিচ্ছে এবং এটা তার প্রাপ্য। আমরা অপেক্ষা করবো। ছুটি শেষ হলেই সে আমাদের মাঝে ফিরবে। এটাই চূড়ান্ত।"
"ক্রিস্তিয়ানোর সঙ্গে কথা বলেছি কি-না? না, কারণ শেষ পর্যন্ত ক্রিস্তিয়ানো রিয়াল মাদ্রিদেরই। সে আমাদের সঙ্গেই থাকবে। এটাই শেষ কথা।"
যুক্তরাষ্ট্র সফরে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে খেলবে রিয়াল।

No comments:

Post a Comment

please dont any bad comments. its always helpful site,