Wednesday 14 June 2017

পাকিস্তানকে ২১২ রানের টার্গেট দিল ইংল্যান্ড

কার্ডিফে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৪৯.৫ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২১১ রান করেছে ইংল্যান্ড । এর আগে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। 
ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪৬ রান করেন জো রুট। আর পাক বোলারদের মধ্যে হাসান আলী ১০ ওভারে ৩৫ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেন। 
এর আগে শুরুতেই অভিষিক্ত রুম্মান রাইস অ্যালেক্স হেলসকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে নেন। পাঁচ ওভারের পঞ্চম বলে দলীয় ৩৪ রানের মাথায় ১৩ রানে থাকা হেলসের বিদায় ঘটে। দলীয় ৮০ রানের সময় দ্বিতীয় ওপেনারকে হারায় ইংলিশরা। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে সুযোগ পাওয়া জনি বেয়ারস্টোকে ৪৩ রানে থামান স্পিনার ইমাদ ওয়াসিম। হাসান আলীর ক্যাচে পরিণত হন তিনি। 
২৮তম ওভারের তৃতীয় বলে ভালো খেলতে থাকা জো রুটকে ফেরান লেগস্পিনার শাহদাব খান। ৪৬ রান করে তিনি উইকেটরক্ষক সরফরাজ আহমেদের ক্যাচে প্যাভিলিওনে যান। দলীয় ১৪১ রানের মাথায় উইকেট বিলিয়ে দেন অধিনায়ক ইয়ন মরগান। ৩৩ রানে থাকা দলনেতাকে বিদায় করে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন হাসান আলী। এদিন তৃতীয় ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করনে অধিনায়ক মরগান।
উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলারকে উইকেটে বেশিক্ষণ থাকতে দেননি জুনায়েদ খান। ব্যাক্তিগত ৪ রানে নিজের দ্বিতীয় শিকারে এ হার্ডহিটারকে ফেরান বাঁহাতি পেসার জুনায়েদ। এ সময় ইংলিশরা ১৪৮ রান করে।৩৯ ওভারে নিজের তৃতীয় শিকার বানিয়ে মঈন আলীকে ফেরান জুনায়েদ। ১১ রানে থাকা এ বাঁহাতিকে দারুণ এক ক্যাচে প্যাভিলিওনমূখী করেন ফখর জামান। ৪৪তম ওভারে দলীয় ১৮১ রানের মাথায় রান আউটের শিকার হয়ে ফেরেন আদিল রশিদ।
৩৪ রান করে হাসান আলীর তৃতীয় শিকার হন বেন স্টোকস। আর রুম্মানকে দ্বিতীয় উইকেট উপহার দেন লিয়াম প্লাঙ্কেট। ইনিংসের শেষ বলের আগের বলে রান আউট হন মার্ক উড।
এদিন ইংল্যান্ড একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার জেসন রয়। গ্রুপ পর্বের তিন ম্যাচেই (১, ১৩, ৪) রান খরায় ভোগেন তিনি। রয়ের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।
এদিকে, বাঁচামরার ম্যাচে পাকিস্তান শিবিরে উদ্বেগ বয়ে এনেছে মোহাম্মদ আমিরের ইনজুরি। পিঠের সমস্যায় খেলতে পারছেন না। আমিরের জায়গায় ওয়ানডে অভিষেক হচ্ছে বাঁহাতি পেসার রুম্মান রাইসের।

No comments:

Post a Comment

please dont any bad comments. its always helpful site,